তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জিকে খুনের ‘পরোক্ষ’ হুমকি দিলেন বীরভূমের বিজেপি নেতা নির্মলচন্দ্র মন্ডল।সিউড়িতে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির।সেই বিক্ষোভ সমাবেশে এদিন নির্মলচন্দ্র মন্ডল বলেন,”কেরলে আমাদের সাথে যেমন সিপিএমের চলছে, ওরা আমাদের একজনকে মার্ডার করলে আমরা ২ জনকে মার্ডার করি, ঠিক তেমনই এরাজ্যেও এবার শুরু হবে।আর এরাজ্যে এবার যদি আপনার ভাইপো মার্ডার হয়ে যায়, তাহলে কি হবে দিদি?”
Facebook Comments