
নিজস্ব প্রতিনিধি~ ভোট পর্ব শুরু হতেই হরিরামপুরের গুরখেল বুথ দখল করল দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী দেবাশিস পাল। অভিযোগ, বাইরে থেকে গাড়ি নিয়ে এলাকায় এসেই দুষ্কৃতিরা শুরু করে বোমাবাজি। দেবাশিস পালের উপরও হামলা চলে। অবশেষে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে দেবাশিস পালকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের তীর শাসকদলের দিকে উঠলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে।
Facebook Comments