Home ব্লগবাজি আজকের আমি ও কর্ণের রথ ~ অম্লান রায় চৌধূরী

আজকের আমি ও কর্ণের রথ ~ অম্লান রায় চৌধূরী

আজকের আমি ও কর্ণের  রথ  ~   অম্লান রায় চৌধূরী
আজকের আমি ও কর্ণের  রথ
*********************************

কর্ণের রথ যেদিন আটকে গেলো
নিয়ম মানল বশ্যতা ---
রঙ্গীন মুকুট পেলো , লাল রেশমের সাজ পেলো
শিথিল হলো নিয়মের আইন কানুন।

অধিকার–বাঁধা হল নাগবেষ্টনীতে ।
বিপন্নতার আঁচড় পেল না যারা - ,  তারাই পেল
প্রতিবাদ - বিরোধিতার  বর,
অবুঝের সম্মান --

সন্তুষ্টি জিতে নিল, বিপন্নতার আধা পাকায় –
এটাই এখন নিয়ম হল।
আজ ও তাই নিয়মিত , বিপন্নতা-র পরিধি বাড়ছে
কতটা চাকা মাটির ভিতরে গেলে -  বিপন্নতা শব্দ বন্ধনীতে আসে ,
জানা হলো না যাদের ,
তাদের রথের চাকাটা – মাটির অনেকটা ভিতরে।

সর্বাঙ্গটা  আমার কাছে ,
আজও হঠকারিতা ।

অম্লান রায় চৌধূরী~ 01/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here