আজ থেকেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক এর পাশে বন্ধ হচ্ছে মদ বিক্রি

আজ থেকেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক এর পাশে বন্ধ হচ্ছে মদ বিক্রি

ওয়েব ডেস্কঃ ১লা এপ্রিল– শনিবার থেকে বন্ধ হয়ে ‌যাচ্ছে গোটা দেশের কয়েক লক্ষ পানশালা। নিজের রায় সামান্য সংশোধন করলেও জাতীয় সড়ক ও রাজ্য সড়কের গায়ে পানশালাগুলির শনিবার থেকে ঝাঁপ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট।

এর আগে ১ এপ্রিল থেকে জাতীয় ও রাজ্য সড়ক থেকে ৫০০ মিটারের মধ্যে ‌যাবতীয় মদের দোকান ও বার বন্ধ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই আবেদন পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিলেন মদ ব্যবসায়ীরা। তার শুনানিতে এদিন আদালত সামান্য শিথিলতা দেখিয়েছে।

প্রধান বিচারপতি জেএস খেহরের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‌যে সব এলাকায় জনসংখ্যা ২০,০০০-এর কম সেখানে সড়ক থেকে ২২০ মিটার দূরে বানানো ‌যাবে দোকান। তবে দোকানের কোনও অংশ রাস্তা থেকে দেখা গেলে চলবে না।

শুধু মদের দোকান বা বার নয়, বড় রেস্তোঁরা বা হোটেলেও মদ পরিবেশন করা ‌যাবে না। তবে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া প‌র্যন্ত ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। ছাড় দেওয়া হয়েছে সিকিম, মেঘালয় ও হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যকেও। সেখানে মেনে চলতে হবে ২২০ মিটারের বিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here