
২৭ শে জুলাই শুক্রবার বাংলা সহ গোটা ভারত একাধিক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে দেখা যাবে ঘন লাল রক্তমুখী চাঁদ , পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙের নাটকীয় রূপবদল ঘটবে যাকে বলে ব্লাড মুন। খালি চোখেই মেঘমুক্ত পরিষ্কার আকাশে দেখা যাবে এই দৃশ্য।
জ্যোতির্বিজ্ঞানীরা মতে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণই শতাব্দীর দীর্ঘতম হতে চলেছে। ১ঘণ্টা ৪৫ মিনিট অন্ধকারে থাকার পর চাঁদের ব্লাড মুন রুপ দেখতে পাব আমরা। চাঁদ, পৃথিবী ও সূর্য থাকবে সম্পূর্ণ এক সরলরেখায়।পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ।শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৫৪ মিনিটে থাকবে রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত
Facebook Comments