Home ব্লগবাজি আর কত… : বৈশাখী চ্যাটার্জী

আর কত… : বৈশাখী চ্যাটার্জী

আর কত…  :    বৈশাখী চ্যাটার্জী
আর কত...

আর কত --
খেলা ভাঙ্গার শেষে ,
আর কত খেলা --
বেহিসেবী মাশুলের আর কত
লেনদেন পালা ,
ভরা নদী কূল ভাঙ্গে শুধু --
আর কত ----,
মৃত্যুবিহীন ঠিকানা -তবু আজও সংযত !

আর কত কাঁটা ছেঁড়া খেলা --
রক্ত নদীতে স্নান ,
ডুবুরিরা শুধু সাঁতরিয়ে মরে --
মৃত্যুতে পরেসান !
একটি মনেতে মননের মাঝে
আর কেন থাবা মারা --
লাশকাটা ঘরে তার নেই কোন সাড়া ,
আর কত --
তবু সংযত আজও দেখি --
মৃত্যুবিহীন ঠিকানা রাজপথে মারে উঁকি ।।

                        বৈশাখী চ্যাটার্জী:01/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here