Home ব্লগবাজি আলো হবই একদিন ~ সোমাদ্রি সাহা

আলো হবই একদিন ~ সোমাদ্রি সাহা

আলো হবই একদিন    ~   সোমাদ্রি সাহা
আলো হবই একদিন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সফল কথারা হারিয়ে যায়
জীবনের সরল গতিতে- প্রেডিক্টেবেল,
আমিও মরতে ভালবাসি মরণে
কিন্তু মরণ ফিনিক্সের মতো দামী
উদ্যমহীন চেতনারা প্রাসঙ্গিক
তাই নতুন করে ইন্সিপিরেশন চাই, ঠোঁটে
অজানা রাস্তা চেনা সহজ
চেনা রাস্তা ভোলা কঠিন

তাই যখনই আকাশে দাঁড়াই
গঙ্গা পদ্মা স্পষ্ট হয়,
মান দরকার লেখার
এটা বলেই নষ্ট করি সৃজন
কারণ আমি সাহিত্য বুঝি
সাহিত্য আমার কষ্ট বুঝল না
আমি হেরে যাওয়া ঘোড়া হতে পারি
তবু লম্বা লক্ষ্য
যুদ্ধক্ষেত্রে ফিরবই

তুমি যজ্ঞ করছ, সফল কামনার
আর আমি তখন কাব্য সাগরে
অনন্ত স্বপ্নে মিশছি

সোমাদ্রি সাহা~ 18/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here