
ওয়েব ডেস্ক, ৩০শে মার্চঃ নানা ব্যবস্থা নিয়েও রেল দুর্ঘটনা এড়াতে ব্যর্থ রেল দফতর ৷ মধ্যরাতে লাইনচ্যুত হল জব্বলপুর-নিজামুদ্দিন মহাকৌশল এক্সপ্রেস ৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশের মহোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দিল্লিগামী নিজামউদ্দিন মহাকোশল এক্সপ্রেস। আহত হন ১২ জন। রাত আড়াইটে নাগাদ মহোবা ও কালপাহাড় স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় মহাকোশল এক্সপ্রেসের ৮টি কামরা।বেলাইন হওয়া কামরার মধ্যে চারটি এসি, একটি স্লিপার, দু’টি জেনারেল ও পন্যবাহী কোচ রয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলে যান নর্থ-সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার-সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। রিলিফ ট্রেন পৌঁছনোর পর শুরু হয় উদ্ধারকাজ। ঝাঁসি, গোয়ালিয়র , বান্দা ও নিজামউদ্দিন স্টেশনে খোলা হয়েছে হেল্প লাইন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।পুরো ঘটনা খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।