
ওয়েব ডেস্কঃ দিঘা বর্ডার থেকে বিভিন্ন প্রজাতির কাছিম পাচারের একটি চক্রের হদিশ পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত এবং উদ্ধার হল তিনশো কাছিম। অভিযুক্তর নাম দুর্গাশংকর দাস। আজ বস্তা ভরতি তিনশোটি জীবিত কাছিম পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ে যায় সে। উদ্ধার করা কাছিমগুলিকে শংকরপুর প্রজেক্টে ছাড়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। তবে এই চক্রে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Facebook Comments