
ওয়েব ডেস্কঃ একাধিক যুবকের সঙ্গে সম্পর্কের জেরেই প্রাণ দিতে হলো নদিয়ার রানাঘাটের পায়রাডাঙায় এক যুবতীকে। মৃত যুবতীর নাম সুস্মিতা সরকার। সোমবার রাতে খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। সকলের অবর্তমানে বাড়ির ভিতর ঢুকে ওই যুবতীকে কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, রাণাঘাটের পায়রাডাঙ্গার গোপালপুর এলাকার বাসিন্দা একুশ বছর বয়সী সুস্মিতা সরকারের বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল। কিন্তু পারিবারিক ঝামেলার জন্য গত প্রায় এক বছর বাপের বাড়িতেই ছিল সুস্মিতা।
উক্ত ঘটনার দিন অর্থাৎ সোমবার বাড়িতে একাই ছিল সুস্মিতা। সেই সুযোগেই কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করে। রানাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ,এযাবৎ তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতার একাধিক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল।ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ খুন করেছে কিনা তা সন্ধেহ করছে রানাঘাট পুলিশ।