Home ব্লগবাজি কবি তোমাকে ~ সুচেতনা সেন

কবি তোমাকে ~ সুচেতনা সেন

কবি তোমাকে    ~   সুচেতনা সেন
কবি তোমাকে ~

যদি ছুঁতে পারি এই আশে
আমি বলাকার মুক্ত ডানা হয়ে উড়ি
কালো মেঘের কোলে ;
যদি ছুঁতে পারি এই আশে
আমি ধানসিঁড়ি নদী  হয়ে বয়ে যাই
কোনো পৌষের রাতে ;
যদি ছুঁতে পারি এই আশে
আমি অসংখ্য নক্ষত্রে তলে
দুহাত বাড়িয়ে আঁচল মেলে ধরি
দু এক নক্ষত্র ফুল  যদি খসে পড়ে তাতে ;
যদি ছুঁতে পারি এই আশে
কবি তোমার আশে পাশে আমার আনাগোনা
ঘাসে -ঘাসে ; মাঠে- প্রান্তরে ;
আকাশের ওপারে আকাশে -কাল পেরিয়ে কালে -
এই পৃথিবীর অতিভু প্রান্তরে
ইতিহাসের অলিগলি  রাজপ্রাসাদের অলিন্দে ;
যদি ছুঁতে পারি এই আশে
কবিতার কথাগুলো মাখি মুখে গায়ে ;
কবি তোমার আশিষ শিশিরের মতো ঝরুক
আমি শুয়ে থাকি ঘাসে তারা ভরা কোনো এক রাতে ।

সুচেতনা সেন ~ 03/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here