
স্বাধীনতা দিবসেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ ।তার জেরেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে হবে ভারী বৃষ্টি! আগামী দু’দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Facebook Comments