কাঁটাতার ~ বৃষ্টি পাল

কাঁটাতার  ~  বৃষ্টি পাল
কাঁটাতার
*********************
বিকেলের শেষ রোদটা
নদীটাকে নাম না জানা রং দিয়েছে,
চিকচিকে, খানিকটা মোতির মত ।
ওপারের গাছগুলো নামহীন, অনাবীল শান্ত !
ওপারটা ভারতবর্ষ ।
কয়েকটা উদবাস্তু মানুষ,
ঘেষাঘেষি বসে কি যেন খুঁজছে,
উদাস চোখে হলুদ আকাশটাতে।
এ দেশটা কার?
হিন্দু মুসলমানের তর্কে
পুড়েছে ধানের গোলা,
আম্রপালীর বাগান ।।
এ দেশটা হিন্দু না মুসলমানের?
গোলাপগঞ্জের কাজরীর
বাড়িটা পুড়িয়েছে আমিম শেখ,
যার বউ চালতার আচার দিতো গরম কালে ।
কোলের ছেলে আর আধমরা স্বামীটাকে নিয়ে ছুটেছিল কাজরী, পদ্মা পাড়ে,
নতুন দেশের খোঁজে ।
এ দেশটা কার?
আমিমের না কাজরীর?
মাঝনদীতে স্বামীটা মরল ওর,
চিত্‍কার করে কাঁদা যায় না তবু ।
বুঝে যাবে সীমান্তের  মিলিটারি,
ওরা রিফিউজি !!
গলার কাছে দম ফাটা কষ্টটা,
বদলাতে পারতো হাউ হাউ কান্নায়,
যদি জানতো কাজরী,
এ দেশটা কোন দেশ?
ভারত না পূর্ব পাকিস্তান !!
                       বৃষ্টি পালঃ২০/০৬/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here