
কানাড়া ব্যাঙ্কের এটিএম থেকে গ্রাহকের যে টাকা লুট করা হয়েছিল তাঁদের অধিকাংশকেই টাকা ফিরিয়ে দিল ব্যাঙ্ক। বাকিদেরও দ্রুত টাকা ফিরিয়ে দেওয়া হবে। ৩ জন রোমানীয় নাগরিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সমস্ত বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ জায়গায় তা পাঠানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ছবিতে তিনজনেরই মুখের ছবি স্পষ্ট রয়েছে । তিহার জেলে থাকা কর্নেল মিরেকে জেরা করার জন্য সন্তোষ পান্ডের নেতৃত্বে একটি দল তিহার জেলে যাচ্ছে। জেল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিসের কথা হয়েছে।
Facebook Comments