জি আই এস ও ‘রিমোর্ট সেন্সিং’ – একটি অনন্য কোর্স

ওয়েব ডেস্কঃ   উকিল, ব্যাংক কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক এই বাছাইয়ের কাজটা বড় একঘেয়ে লাগে। যদিও বর্তমানে প্রতিযোগিতার পরিবেশে শিক্ষা ও কাজের পরিধির মধ্যে ব্যাপক সমন্বয় ঘটেছে। আর তাই ক্রমশ শিক্ষার্থীদের সামনে খুলছে নতুন নতুন পেশাদারি কোর্সের সিংহদুয়ার। এমন কোনও বিষয় বা ভবিষ্যত প্রজন্মকে নিজের পছন্দ, ক্ষমতা, দক্ষতা অনুযায়ী অর্থনৈতিক সাবলম্বি করে তুলবে। এরকমই একটি জীবন দিশা হল জি আই এস ও রিমোর্ট সেন্সিং। এই কাজে গড়পড়তা দশটা-পাঁচটার একঘেয়েমি নয়, এ কাজে রয়েছে রোমাঞ্চ ও নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ। পাশাপাশি রোজগারও একেবারে মন্দ নয়।

জি আই এস ও রিমোর্ট সেন্সিং বিষয়টি কী?

এককথায় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জি.আই.এস.) হল মূলত তথ্য অনুসন্ধানের কাজ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর ফলে জিআইএস-এর গুরুত্ব বেড়েছে। শুধু তাই নয় এই ধরনের উপগ্রহে পৃথিবী পর্যবেক্ষণ যন্ত্র বসানোর ফলে সমুদ্রবিজ্ঞান ও আবহাওয়াবিদ্যার বিষয় দুটির পরিধিও ক্রমবর্ধমান।

অন্যদিকে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জি.আই.এস.) এর কাজে রিমোর্ট সেন্সিং প্রযুক্তি যেমন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, তেমনই প্রাকৃতিক সম্পদ, পরিবেশ পর্যবেক্ষণ, আবহাওয়ার বিস্তারিত বিবরণ আমরা জানতে পারছি রিমোর্ট সেন্সিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। জিওগ্রাফি, জিওলজি, এগ্রিকালচার, আইটি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং – এর শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে পারেন। এম এস সি, এম টেক প্রভৃতি কোর্স রয়েছে এই বিষয়ে। এছাড়াও পিএইচডি, সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স করারও সুযোগ রয়েছে।

 কাজের ধরন

একজন জিআইএস সিস্টেম ম্যানেজারকে তথ্য অনুসন্ধান বিশেষজ্ঞ বা আইটি স্পেশ্যালিস্ট হিসাবে কাজ করতে হয়। তিনি তার টিমের সঙ্গে সমন্বয় রক্ষা করার মধ্যে দিয়ে ভৌগোলিক তথ্য সন্ধান ও রক্ষা করেন। ভবিষ্যতে যারা এই বিষয় দুটি নিয়ে পড়ার কথা ভাবছেন তারা তথ্যপ্রযুক্তি শিল্প ছাড়াও ফ্লাড ডিফেন্স প্ল্যানিং, রোড ট্রাফিক ম্যানেজমেন্ট, স্বাস্থ্য বিভাগ প্রভৃতি ক্ষেত্রেও কাজ করতে পারেন। এই সিস্টেমের মাধ্যমে – কম্পিউটারে ভূ-মানচিত্র তৈরি, ভৌগোলিক তথ্যের সন্ধান, সেই তথ্যের সংরক্ষণ করা হয়, এছাড়াও আর্থ-সামাজিক পরিকল্পনা তৈরি করা হয়।

 কাজের সুযোগ

জি আই এস ও রিমোর্ট সেন্সিং – এ শিক্ষার্থীদের সরকারি, বেসরকারি এবং বিদেশেও কাজের প্রচুর সুযোগ রয়েছে।

 রাজ্য সরকার –

প্রত্যেক রাজ্যেই স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থাকে। যেখানে জিআইএস – রিমোর্ট সেন্সিং-এর পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচডি- এর ছাত্রছাত্রীরা সায়েন্সটিস্টি বা জুনিয়র সায়েন্সটিস্টি, টেকনিক্যাল অ্যাসিসটেন্ট, জিআইএস প্রোগ্রামার প্রভৃতি পদে কাজ করতে পারেন। এছাড়া গবেষণারও সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা যেমন – স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC) আমেদাবাদ, ন্যাশেনাল রিমোট সেন্সিং এজেন্সি (NRSA) হায়দ্রাবাদ, রিজিওনাল রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন সেন্টার (RR SAC) খড়গপুর, দেরাদুন, যোধপুর, নাগপুর, ব্যাঙ্গালোর, ISRO ব্যাঙ্গালোর সমস্তগুলিই ভারত সরকারের স্পেস বিভাগের অর্ন্তগত এবং এইসব স্থানে সায়েন্সটিস্ট রিসার্চ অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ ফোলো প্রভৃতি পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়।

বেসরকারি ক্ষেত্রে-

যতদিন যাচ্ছে বেসরকারি ক্ষেত্রেও জিআইএস ও রিমোর্ট সেন্সিং-এ পেশাদারদের চাহিদা বাড়ছে। এই ক্ষেত্রের পেশাদাররা প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সিস্টেম এক্সিকিউটিভ, সিস্টেম অ্যানালিসিস্ট, জিআইএস ইঞ্জিনিয়ার, ইমেজ অ্যানালিস্ট, জিআইএস প্রোগ্রামার প্রভৃতি পদে যোগ দিয়ে নিজের কেরিয়ার শুরু করতে পারেন।  

 শিক্ষা প্রতিষ্ঠান-

রিমোট সেন্সিং এবং জিআইএস-এ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করার পর ছাত্র-ছাত্রীরা লেকচারার হিসেবে কাজ করতে পারেন। কিছু কিছু শিক্ষা সংস্থায় রিমোট সেন্সিং ও পিআইএস- এর কাজের জন্য সেন্টার রয়েছে যেখানে রিসার্চ স্কলার, রিসার্চ সায়েন্সটিস্ট অথবা অফিসার হিসাবেও কাজ শুরু করা যেতে পারে।

বিদেশে

সর্বোপরি রিমোট সেন্সিং এবং জিআইএস-এর পেশাদার বিদেশে যেমন – কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, চীন, মালয়েশিয়া, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশের নানা সংস্থায় এই পেশার সঙ্গে যুক্ত হতে পারেন।

কোথায় পড়বেনঃ

১। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোর্ট সেন্সিং (IIRS), দেরাদুন

ওয়েবসাইট – www.iirs.gov.in

২। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT), খড়গপুর, রুরকি, কানপুর

ওয়েবসাইট – www.iitkgp.ac.in, www.iitr.ac.in, www.iitk.ac.in

৩। ISRO, ব্যাঙ্গালোর

ওয়েবসাইট – www.isro.org

৪। জহরলাল নেহেরু টেকনিক্যাল ইউনিভার্সিটি (JNTU)

ওয়েবসাইট – www.jntu.ac.in

এছাড়াও পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রিমোর্ট সেন্সিংয়ের উপর দু-বছরের একটি কোর্স রয়েছে। স্নাতক স্তরের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এই কোর্সে ভর্তি নেওয়া হয়।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে...

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ গোবিন্দা। সূত্রের খবর, তাঁকে প্রার্থীও করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন...

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।আরও পড়ুন: ব্যক্তি...

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

তিনি বারবারই বলেছেন, বিবিধের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তাঁর সভা থেকে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি দুর্গাপুজোর উদ্বোধনও করেন, ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে রাস্তায় হাঁটেন, গুরুদ্বোয়ারায় গিয়ে পুজো...

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

গঙ্গার তলা দিয়ে মেট্রো এখন হাওড়া পৌঁছে গিয়েছে। তাতে যাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া বইছে। কম সময়ে নিরাপদে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো পৌঁছে যাবার উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলতি বছরের দুর্গাপুজোর প্রাক্কালে কাজ শেষ যাবে বলে সূত্রের...

বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর

আরও আটটি মেডিক্যাল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই আটটি নতুন মেডিক্যাল কলেজের জন্য আবেদন করা হয়েছিল। সেই আটটিরই অনুমোদন মিলেছে বলে খবর। দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল। তার মধ্যে থেকে মোট ১১২টির ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে...

Mamata calls Councillor: তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার

বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনার মধ্যেই স্থানীয় কাউন্সিলরকে ফোন তৃণমূলনেত্রী। বরাহনগর পুরসভার কাউন্সিলর রঞ্জন পালকে ফোন করে মমতা বলেন, তোমাকে প্রার্থী করতে পারলাম না। তবে ভালো প্রার্থী দিয়েছি।আরও পড়ুন: প্রচারে ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না...

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবের রাশ কার হাতে থাকবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই প্রশ্ন তুলে ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বরাবর...

PM Modi’s economic advisor on Kolkata: সিগারেট-মদেই ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। সিদ্ধার্থ আহলুওয়ালির 'দ্য নিওন শো' পডকাস্টে কলকাতা ও বাঙালিদের ‘অধঃপতন' নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, বর্তমানে...

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ...

Rat inKMC: ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফলে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব...