“তুমি রবে নীরবে, হৃদয়ে মম”~ চলে গেলেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়…

0
“তুমি রবে নীরবে, হৃদয়ে মম”~ চলে গেলেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়…

Image result for দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্কঃ                                     “তুমি রবে নীরবে, হৃদয়ে মম”……

সত্যি তাই তুমি আমাদের হৃদয়ে হাসি কান্নার দোলনে রয়ে গেলে চিরকাল। আজ মঞ্চ হারাল এক বিশিষ্ট চলচিত্র অভিনেতা ও নাট্যকার ব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কে। মাত্র ৬৮ বছর বয়েস , সময় তোমাকে কেড়ে নিল আমাদের কাছ থেকে চিরকালের জন্য। রেখে গেল তোমার অম্লান হাসি, আর সেদিনের তোমার “যেখানে ভূতের ভয় ” চরিত্র। আহা মনে পড়ে বড়ো গো। সেই তোমার ভূতকে সাক্ষাত দেখার সেই চেষ্টা। আমরা অধীর আগ্রহে বসে রইলাম। সিনেমার প্লট কি বলতে চাইছে তা ভেবে আমরা যখন অধীর, তুমি ক্লাইমেক্সে বুঝিয়ে দিলে, এটাই কৌতুহল ।

Image result for দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

তাই তো “বলিদান ” নাটক তোমাকে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন। তারপর আমাদের প্রাপ্তি “জাতিস্মর “,”ফড়িং “,”পেণ্ডুলাম”। তাই তুমি আমাদের মাঝে আছো, থাকবে, হে, নাট্যকার! চিরদিনে চিরকালীন স্মৃতি হয়ে নীরবে, নিভৃতে।

Related image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here