নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট মেট্রো রেলের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ মধ্যরাতে প্রায়ই চুরি হয়ে যাচ্ছে৷ চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীর জালে পড়ল এক দুষ্কৃতী৷ ঘটনা নিউটাউনের সিটি সেন্টারের কাছের তিতুমীর মেট্রো স্টেশনে৷
চারজন দুষ্কৃতী গাড়ি নিয়ে তিতুমীর মেট্রো স্টেশনে আসে৷ সেখানে থাকা বিভিন্ন সামগ্রী ও যন্ত্রাংশ তুলে তাদের গাড়িতে রাখতে থাকে৷ বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাল্টা ইট, পাথর, রড ছোড়া হয় ৷ চম্পট দেওয়ার সময় নিরাপত্তাকর্মী আসরাফ আলির হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী৷
চুরি যায় স্টিল, মূল্যবান কপারের কেবল, ওয়েলডিং মেশিন ইত্যাদি৷ চুরির ঘটনায় আকাঙ্খা মোড়, তিতুমীর মেট্রো স্টেশন বা নবাবপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত । চুরির ঘটনার পিছনে কাজ করছে বিশাল এক চক্র৷ নিয়ম করে প্রতিদিন চুরি , বাহিনীতে মহিলা চোর থাকা এসবের প্রমান।
নিউটাউনের মেট্রোয় অভিনব চুরি, গ্রেফতার ২…
Facebook Comments