
ওয়েব ডেস্কঃ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ৷ পুলিশের অনুমান ওই পাঁচজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল৷ নিউটাউনের এনবিসিসি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের নাম শেখ শরিফ, তাজিব আহমেদ, গনি গাজি, অনুপ ভীম ও সত্যজিৎ প্রামাণিক৷ শরিফ ও তাজিব হাওড়ার জগাছা এলাকার বাসিন্দা৷ গনি দক্ষিণ ২৪ পরগনার উদয়নপল্লি এলাকায়,অনুপ হরিণঘাটায়,সত্যজিৎ নিউটাউনের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ৷ বহুদিন থেকেই তাদের বিরুদ্ধে ডাকাতি-সহ বেশ কিছু বেআইনি কাজকর্মের অভিযোগ ছিল৷ অবশেষে পুলিশি জালে ধরা পড়ল তারা৷ উদ্ধার হয়েছে ভোজালি, ছুরি, লোহার রড ছাড়াও অন্যান্য ধারালো অস্ত্র৷ বাজেয়াপ্ত হয়েছে মোবাইল ফোন৷
Facebook Comments