
রাজ্যের অটোর রং এবার সবুজ-হলুদের বদলে হতে চলেছে নীল–সাদা। শুধু কলকাতার অটোই নতুন রূপ পাবে। জেলার সঙ্গে কলকাতার অটোকে আলাদা করতে এই সিদ্ধান্ত নিচ্ছে পরিবহণ দফতর।জেলার বেশ কিছু অটো বেআইনিভাবে রুট বদলে কলকাতার দিকে ঢুকছে সেটাকে আটকাতেই এই উদ্যোগ।
Facebook Comments