পাতালপ্রবেশ স্বয়ং কলকাতা মেট্রোতে

পাতালপ্রবেশ স্বয়ং  কলকাতা মেট্রোতে

পাতালপ্রবেশ স্বয়ং কলকাতা মেট্রোতে

আমরা নোয়াপাড়া স্টেশনে তিনতলা দেখছি, তবে তা পাতালপ্রবেশ নয়, এবার সিটি অফজয়ে মাটির তলায় চারতলা স্টেশন। একসঙ্গে তিন-তিনটে রুটের মেট্রো স্টেশনের মিলনকেন্দ্র। সাত-সাগরের পারে এই ভাবনা অনেক আগেই গিয়েছিল । তবে খাস কলকাতাতেই পেন পেরিয়ে গেন করার দিন এসে গেল, এবার তৈরি হচ্ছে এমন স্টেশন। এক্কেবারে শহরের প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডে।
এবার উন্নতির নতুন দিনে ভোল বদলে যাচ্ছে চির পরিচিত এসপ্ল্যানেট জাংশনের।সেখানেই শুরু হয়েছে মহা কর্মযজ্ঞ। মেট্রো জাংশনের দিন এবার আসতে চলেছে, কমবে যাত্রীর কষ্ট…

নতুন মেট্রো স্টেশন কেমন হবে বলুন তো?

এই জংশন স্টেশনে নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট আর জোকা-বিবিদি বাগ মেট্রো।অবাক করার বিষয় সব থেকে নীচের স্টেশনটি ১০০ মিটার গভীরে তৈরি করা হবে। নীচের দুটি তলা নির্দিষ্ট হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য। একটি তলায় প্ল্যাটফর্ম।আরেক তলায় টিকিট কাউন্টার।একই ভাবে তার উপরের দুটি তলা বরাদ্দ নর্থ-সাউথ আর জোকা-বিবিদি বাগ মেট্রোর লাইনের জন্য অবাক করা এক ক্যানভাস।আর এই স্টেশন তৈরির জন্যই ঘোষিত হয়েছে বিজ্ঞান ও প্রকৃতির নতুন চতুর্থ পানিপথের যুদ্ধের।নির্দিষ্ট পরিকল্পনায় উপর থেকে নীচে একটি একটি করে স্টেশন তৈরির কাজ শুরু হচ্ছে। একদম শেষে তৈরি হবে ১০০ ফুট নীচের তলাটি। আশা করা হচ্ছে তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে এই মেট্রোর কাজ। এখানে থাকবে আধুনিক সব ব্যবস্থা। ফুড জোন থেকে ওয়াইফাই …মিলবে সবরকমে আধুনিক সুবিধা। কাজ চলছে জোর কদমে। দেখতে দেখতে কেটে যাবে কয়েকটি দিন… তারপরেই বদলে যাবে
তিলোত্তমার সব রুট ম্যাপ। আপনিও হয়তো তিন বছরেই পড়বেন খবর চব্বিশ ঘন্টার খবর পাতালে, সেলফি তুলতে তুলতে বলতেই পারেন আমিও তিলোত্তমা…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here