Homeপ্রতিভাবান শিশুসাহিত্যিক,নাট্যকার ও রম্যরচক...

প্রতিভাবান শিশুসাহিত্যিক,নাট্যকার ও রম্যরচক সুকুমার রায়ের মৃত্যুবার্ষিকীতে খবর ২৪ ঘন্টার শ্রদ্ধাঞ্জলি…

Image result for সুকুমার রায়

“আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার ,

কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার !”

ভারতীয় সাহিত্যের “ননসেন্স্‌ রাইমের “ প্রবর্তক তথা লেখক , ছড়াকার শিশুসাহিত্যিক , রম্যরচনাকার ও বিশিষ্ট নাট্যকার “সুকুমার রায়” শ্রদ্ধা স্মরণ আজ ।

পরিবার পরিচিতিঃ

১৮৮৭ সালের ৩০ অক্টোবর ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহন করেন সুকুমার রায় । তার পিতা বাংলা শিশুসাহিত্যের উজ্বল রত্ন উপেন্দ্রকিশোর রায় এবং মাতা বিধুমুখী দেবী।সুকুমার রায় জন্মেছিলেন বাঙ্গালী নবজাগরণের স্বর্ণযুগে। তাঁর পারিবারিক পরিবেশ ছিল সাহিত্যনুরাগী, যা তাঁর মধ্যকার সাহিত্যিক প্রতিভা বিকাশে সহায়ক হয়। পিতা উপেন্দ্রকিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয়-বিজ্ঞান লেখক, চিত্রশিল্পী, সুরকার ও শৌখিন জ্যোতির্বিদ। উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সুকুমারকে সরাসরি প্রভাবিত করেছিলেন। এছাড়াও রায় পরিবারের সাথে জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখের সম্পর্ক ছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বি.এসসি.(অনার্স) করার পর সুকুমার মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য ১৯১১ সালে বিলেতে যান। সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির ওপর পড়াশোনা করেন এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯১৩ সালে সুকুমার কলকাতায় ফিরে আসেন। চিত্রশিল্পে , ফটোগ্রাফিতে এবং সর্বপরী উদ্ভূত অদ্ভূত ,কৌতুকের সরস কাহিনিতে তিনি অসাআমান্য কুশলী।

ভারতীয় সাহিত্যে “ননসেন্স্ রাইমের” প্রবর্তক সুকুমার রায়। প্রেসিডেন্সী কলেজে পড়বার সময় তিনি ননসেন্স ক্লাব নামে একটি সংঘ গড়ে তুলেছিলেন। এর মুখপাত্র ছিল সাড়ে বত্রিশ ভাজা নামের একটি পত্রিকা। সেখানেই তাঁর আবোল-তাবোল ছড়ার চর্চা শুরু। তাঁর লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা “ননসেন্স” ধরণের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়।

“সন্দেশ “ পত্রিকার অসাধারণ সাফল্যের মূলে আছে তাঁর প্রতিভা ।সন্দেশের সম্পাদক থাকাকালীন সময়ে তাঁর লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। তাঁর বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তাঁর অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে। তাঁর প্রতিভা এডোয়ার্ড লিয়ার ও বিশেষ করে লেউইস ক্যারলের প্রতিভার সাথে তুলনা করা হয় ।

Image result for সুকুমার রায়

নাট্যশক্তিঃ

তাঁর রচিত “ লক্ষণের শক্তিশেল “ এবং “ চলচিত্রচঞ্চরী “ নাটিকার তাঁর দুই নাটিকা শক্তির পরিচায়ক । কৌতুক , ব্যঙ্গ ও পরিহাসপ্রিয়তা , সমাজমনস্কতার এক অদ্ভূত সংযোজন তাঁর রচনার   বৈশিষ্ট্য। স্মরণীয় গ্রন্থের তালিকায় উল্লেখ্য “ আবোল তাবোল “। তবে ক্লাসিক সমকক্ষ বললে “অ্যালিস ইন ওভারল্যাণ্ড” তাঁর উপাধির সমকক্ষ।

রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ওই সময়ের সবথেকে প্রসিদ্ধ ব্রাহ্ম ছিলেন, তাঁর ব্রাহ্মসমাজের সভাপতিত্বের প্রস্তাবের পৃষ্ঠপোষকতা সুকুমার করেছিলেন।  ইংল্যাণ্ডে থাকাকালীন সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয়ে বিশেষ বক্তৃতা দেন । সুকুমার রায় ক্রমশঃ লেখক বা প্রচ্ছেদ শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন । তবে তাঁর প্রযুক্তি বিষয়ক রচনাগুলি থেকে তাঁর হাফটোন ব্লক তৈরির পরিচয় মেলে ।

Related image১৯২৩ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর লেইশ্মানিয়াসিসে (কালাজ্বর) আক্রান্ত হয়ে মাত্র সাঁইত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুকুমার রায়। উল্লেখ্য সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র ভারতের অন্যতম চলচ্চিত্র পরিচালকরূপে সত্যজিত রায় এবং স্ত্রীকে রেখে যান। সুকুমার রায়ের স্বল্পস্থায়ী জীবনে তাঁর প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ লক্ষ্য করা যায়। তাঁর লেখা ছড়া, গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। আজ তাঁর মহা প্রয়ান দিনে সুকমার রায়কে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।  

Image result for সুকুমার রায়

——————০——————-

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘আমরা আশা করি যে ভারতে…’, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বার্তা রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এরই মধ্যে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

‘আমরা আশা করি যে ভারতে…’, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বার্তা রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এরই মধ্যে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ। এ বার বার্তা রাষ্ট্রসঙ্ঘের। ভারতে-সহ যেসব দেশে নির্বাচন হচ্ছে, সেখানকার জনগণের “রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত” থাকার প্রত্যাশা করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের...

Modi on Swami Smaranananda: ‘ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…’ স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী, লিখলেন অজানা দিক

৯৫ বছর বয়সে প্রয়াত বেলুড় মঠের অধ্য়ক্ষ স্বামী স্মরণানন্দ। ভক্তদের মধ্য়ে তৈরি হয়েছে শূন্যতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার এসেছেন এই বেলুড় মঠে। রাজনৈতিক ব্যস্ততা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব যাঁর কাঁধে সেই মানুষটা বার বার মাথা নত করেছেন গেরুয়া বসনধারী সর্বত্যাগী এই সন্ন্যাসীদের...

Petrol pump owners: ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের

একুশের বিধানসভা ভোট এবং গত পঞ্চায়েত ভোটে পেট্রোল পাম্প মালিকদের প্রচুর টাকা বকেয়া রয়েছে। লোকসভা ভোটের আগে সেই টাকা মেটানোর দাবি জানালেন পাম্প মালিকরা। তাঁদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়টির সমাধানের দাবি...

Beleghata Metro CRS Inspection: বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য

সবকিছু ঠিকঠাক আছে তো? বাণিজ্যিক পরিষেবা শুরু যাবে তো? আজ নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিদর্শন সারলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। ভিআইপি বাজার বা টেগোর পার্ক, ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম), বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) এবং বেলেঘাটা স্টেশন...

Bauria Ferry Service:ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

বানের জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছিল বাউরিয়া জেটি। গত ১৪ মার্চ প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছিল জেটিটি। এর জেরে মারাত্মক সমস্যায় পড়ে যান যাত্রীরা। এদিকে হুগলি নদীতে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্য়ে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ এই জেটি। এই ফেরি সার্ভিসের উপর হাজার হাজার মানুষ...

Green Kolkata: সবুজে সবুজ, টলটলে পুকুর, ছবির মতো হবে কলকাতা, বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার

ক্রমশ কংক্রিটের জঙ্গলে ভরে উঠছে কলকাতা। সবুজ ধ্বংস করে চলছে নির্মাণ। পাড়াতে যে একটুকরো সবুজ ছিল সেটাও নিমেষে শেষ করে দিয়ে, সেখানে গড়ে উঠছে বহুতল। একেবারে ভয়াবহ পরিস্থিতি। তবে এবার শহরে সবুজের পরিমাণ বৃদ্ধি করতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। সেই সঙ্গে জলাভূমি ফেরাতেও নানা উদ্যোগ...

Ruby to Beleghata Metro: রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে

প্রথমবার রুবি ছাড়িয়ে বেলেঘাটার দিকে ছুটল মেট্রো। বুধবার নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। যে অংশে বৃহস্পতিবার এবং শুক্রবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গের পরিদর্শন চলবে। আর তিনি যদি এখনই রুবি-বেলেঘাটা পর্যন্ত...

নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

বেআইনি লেদদেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আয়কর দফতরের। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের বিভিন্ন নির্মাণ সংস্থার সঙ্গে প্রায় সাড়ে পাঁচশো তৃণমূল নেতার বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। আয়কর দফতরের সূত্র উদ্ধৃত করে তেমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এমনকি তাঁদের মধ্যে কয়েক জন নেতাদের আয়ের সঙ্গে...

Smriti Irani Life Struggle: স্মৃতি ইরানি বাসন মাজার কাজ করতেন! কীভাবে খুলল ভাগ্য?

Smriti Irani Life Struggle: রেস্তোরাঁয় বাসন মেজে স্মৃতি ইরানি একসময় মাইনে পেতেন ১৮০০ টাকা। সেই সময় থেকে আজ স্মৃতির জীবেন টার্নিং পয়েন্টটা কী ছিল? হঠাৎ ঘটে যায় এক মিরাক্যাল। রাজনীতিতে মাত্র কয়েক বছরেই তাঁকে দেখেছে দেশবাসী, তবে এই পরিচয়ের আগেও ঘরে ঘরে স্মৃতি ইরানিকে চিনতেন বহু...

Snow Fall in Soudi Arabia: সৌদি আরবে তুষার পাত! কীসের ইঙ্গিত? ধ্বংসের দ্বারপ্রান্তে পৃথিবী!

Snow Fall in Soudi Arabia: সৌদি আরবের খটখটে মরুভূমিতে বিস্ময়কর ঘটনা। তুষারে ঢাকলো মরুভূমি। তাহলে কি পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? এর আসল ব্যাখ্যাটা ঠিক কী? চলছে পবিত্র রমজান মাস, এই সময় বিশ্বের হাজার হাজার মানুষ এখন সৌদিতে, তারা সাক্ষী হলেন...

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে...

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের...