Homeফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা...

ফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা ২০১৭……

ওয়েব ডেস্কঃ  সামনে পূজো , তাই সাজ থাকবে না তাতো হয় না । আজ সাজের বাহারে বাহারী হয়ে একটু বাজার ঘুরে নিলে কেমন হয় ? এমনিতে GST  থাকায় কিছুটা ভাটা তো পড়েছে , কিন্তু বাঙালী নয় আপামর জনগণ নতুন সাজে নতুন পোষাকে পাণ্ডেলে নিজেদের প্রতিষ্ঠা করবে , এটা কে না চায় ? তাই বাজার মনের মতো না হলেও ফ্যাশানে সাধ্য অনুযায়ী মানুষ নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে , এটাই বা কম কিসের ?

Related image

তবে সাধ্যমত ঘুরে নি আমরা ২০১৭ পূজোর বাজার কেনাকাটিতে । উৎসবের দিনগুলোতে শাড়ি পড়ব না ড্রেস এই নিয়ে মতান্তর তো রয়েই যায় , তবে আমার কলমে আজ শাড়ী দিয়ে শুরু করি ।আমরা নতুন ট্রেন্ড বলতে আজকাল মেগা সিরিয়ালের দৌলতে সেই  নায়িকার শাড়ি বেশীর ভাগ মানুষ পছন্দ করি , তাই সেই দিকের শুরু করা যাক-

Image result for “হ্যান্ডলুম বুটিক

প্রথমেই এবারের টেলিভিশনের পর্দায় মেগা সিরিয়ালের সাথে যুক্ত কিছু শাড়ির কথা বলি ,যেমন “কুসুম দোলা “,”কেটিয়া “, সাধারণ“হ্যাণ্ডলুম বুটিক “ , ‘খেস “ “ঢাকাই “ ইত্যাদি।

এখানে শাড়ি আমাদের সাধারণের সাধ্যের মধ্যেই । যেমন “কুসুম দোলা “ , “কেটিয়া “ , হ্যাণ্ডলুম” বেশীর ভাগই ৫৫০ থেকে শুরু –  ২,৫৩৪ পর্যন্ত । এছাড়া আরো দামী তো আছেই । তবে রঙ পছন্দ মতো পাওয়া যাবে । ফুল হাতা নেটের সাথে পাশা কানের সাজ অসাধারণ ।

Related image

“খেস কাঁথা স্টিচ” ৭০০ – ২,৫৩৪ এর মধ্যে বেশ সুন্দর আর আমাদের আয়ত্ত্বের মধ্যে । এছাড়া হ্যাণ্ডলুম তো আছেই । ৫০০ থেকে যতটা পারা যায়,দামের সাথে  ফ্যাশান যেন কথা বলে ।

Image result for বাহুবলি শাড়ি

এরপর আসি , “বাহুবলী”শাড়ীতে – ছাপ রয়েছে এমন “ঘটচোলা “, “লহরিয়ে “, লিনেন মটকা কটন শাড়ি তো আছেই । এটি বাহুবলীর শাড়ীতে ছাপা ।এবছরের ট্রেণ্ডে বাংলার টাঙ্গাইল , বালুচরী শাড়ীতে নতুন ডিজাইন তোলা হয়েছে । তবে এই শাড়ীতে রেঞ্জ একটু বেশী হবে । মহেশ্বরী জুট সিল্ক , ভিঙ্কটগিরি , জারদৌসি , কলমকারি , রেঞ্জ এখানে ২০০০ সাধারণের জন্য , কিন্তু তার থেকে বেশী হলে জারদৌসি আরো খেলে ফ্যাশানের সাথে ।

Image result for লিনেন মটকা কটন শাড়ি

এবার একটু খোঁজ পেলাম “ উওরা ক্রিয়েশনস্‌ “ বুটিকের কর্ণধার তিথি মজুমদার ্সারা বছরই তাঁর শাড়ির সাথে ওঠা বসা , তাই কাস্টমারদের চাহিদা পূরণ করবেন সেটাই স্বাভাবিক । তবে এখানে ব্যবসা অনলাইনে । মোটামুটি ২০০০টাকা  – ৮০০০ টাকা পর্যন্ত । তবে  বাড়িতে বসেই আমরা পেতে পারি শাড়ী অনুরাগী নিজের শ্রেষ্ট চাহিদার সম্ভার ।  www.uttaracreations.net

Related image

পূজো এগিয়ে আসছে আর তার সাথে গরম ক্রমশ বেড়ে চলেছে , তাই একটু হাল্কা শাড়ীতে নিজেদের রাঙাতে বেশ মজাই লাগবে , তাই না?তাই হাতে নিতেই হল – “চান্দেরি শাড়ি”হালকা মেজাজে আরামপ্রদ শাড়ীর বাহারে এটি অনন্য।এবছেরে হট্‌ লিস্টে রয়েছে , পচমপল্লী , বোমকাই , নওভারি সিল্ক , বোমকাই , পৈঠানী ইত্যাদি ।

Related image

আর পূজোর পরে যারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাদের কথা ভেবে একটু বেনারসির কথা বলি। কিন্তু সব সময় তো সাধারণের বাইরে যাওয়া যায় না , তাই সাধ্য মতো পূজোর বৈচিত্র্যে একটু ঘুরে নেওয়া যাক –

Image result for বেনারসি শাড়ির ছবি ও দাম

বেনারসিঃ

ডিসাইন আরো দামী হলে তো কথাই নেই ।   বেনারসি – ১০,৩৪৮ – ১২, ৫০৮

এছাড়া রয়েছে , “কোরিয়াল বেনারসি “ , “মীনাকোরি বেনারসি “ , জামেবার বেনারসি “ এছাড়া প্রথাগত বেনারসি তো আছেই ।

এবারের কাঁথার কাজে একুশ অথবা বাইশ সুতোর কাজের ডিমাণ্ড রয়েছে । তবে পাল্লাসিল্ক ও সোনামুখী কাতান। এছাড়া মধুবনী , ব্লক প্রিন্ট , তেলেঙ্গনা কলমকারি তো আছেই, তবে বিষ্ণুপুরীর সিল্কের কদর কম নয় । তবে রেঞ্জ এখানে সাধ্যমতই ।

এবার আসি ভিন্ন পোষাকে –

Image result for western dresses for teenage girls

ওয়েস্টার্ন ট্রেণ্ডস্‌ঃ

পাশ্চাত্য ফ্যাশানে ড্রেস , তবে গলায় ও কাঁধে ডিজাইন রয়েছে । পোষাকের ঝুল অনুয়ায়ী তৈরি হয়েচ্ছে ম্যাক্সি ড্রেস।  কুঁচি দেওয়া রাফল্‌ড স্লিভ্‌স আর তার সাথে ট্ররন জিনস্‌ ও জেগিংসের জনপ্রিয়তা খুবি বেড়ে চলেছে ।যারা স্ট্যালিস তাদের সাথে আছে অ্যাংকল লেংথ জিনস্‌ ও প্যান্টস ।এছাড়া নতুনত্বের সাথেভ আছে কিমোনো স্টাইলে ট্রেঞ্জ কোর্ট। ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের  মূল কথার সাথে ধরা দিয়েছে অ্যাসিমেট্রিকাল কুর্তি ও পালাজো , একদম ট্রেণ্ডি লুক ।

Image result for western dresses for teenage girls

এবার একটু গাউনের কথা বলি।নেট ও লেসোয়ার্ক এর গেরোয়ালা গ্রাউন ,লেস বর্ডার দেওয়া লহঙ্গা চোলি,ইত্যাদি। এবছর স্কার্টের ক্ষেত্রে বেজ লং স্কার্ট , কুর্তার সাথে পালাজো প্যান্ট ,কোল্ড শোল্ডার জাম্পসুট ,ফ্রিল দেওয়া স্কার্ট ফ্যাশনে রয়েছে। এছাড়া এথনিক  চুড়িদারের কামিজ আর কুর্তি ও পালাজোর । তবে এই চুড়িদার কামিজের ঠিকানা তবে কিছু দেওয়া যাক ,

সামিয়া , ২৩ এ , শেক্সপিয়ার সরণি , কলকাতা – ১৭ ,

লাহেঙ্গা – ওয়েস্ট সাইড ক্যামাক স্ট্রিট

Related image

তবে বন্ধুরা অনেকটা আমরা ঘুরে নিলাম নিজেদের মত করে পরিচিতি হলাম আমাদের পোষাকে বাহারে । এবার কেনাকাটি সাধ্যের মধ্যে হয়ে যাক ।আমরা কিছুটা নিশ্চয় দিতে পারলাম ,আর অপেক্ষা নয় । এথনিক সাজে এবার নিজেদের সাজিয়ে তুলুন নতুন সাজে নিজেকে চিনুন ।

————————————————————————

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

৩১ তারিখ নয়, ২৮ মার্চ তারিখেই আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে। কারণ আর্থিক বছরের শেষ তিনদিন ছুটি। সুতরাং বন্ধ থাকবে সরকারি অফিস। শুক্রবার গুড ফ্রাইডে, শনিবার এবং রবিবার উইকেন্ডের স্বাভাবিক ছুটি। আর তার জেরে ৩১ মার্চের বদলে ২৮ মার্চ তারিখই আর্থিক বছরের শেষদিন হিসেবে...

Panchayet board: লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

লোকসভা ভোটের আগে আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে বোর্ড গঠন করেছিল রামধনু জোট। তবে দু’দফায় আস্ত পঞ্চায়েতে দখল করে নিল তৃণমূল। কংগ্রেস, বিজেপি ও সিপিএমের প্রধান, পঞ্চায়েত সদস্যরা একে একে ঘাসফুলে যোগ দিতেই পঞ্চায়েতটি রামধনু জোটের হাতছাড়া হয়েছে।...

Teachers scuffle: চাবি নিয়ে স্কুলের মধ্যেই ২ শিক্ষকের মারামারি, হাতে কামড়ে দিলেন হেডমাস্টার

ন্যক্কারজনক ঘটনা ঘটল স্কুলে। প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল স্কুল চত্বর। কিল, চড়, ঘুষি, থাপ্পড় তো বটেই এমনকী এক শিক্ষককে কামড়ে দিলেন অপর শিক্ষক। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের। শুধুমাত্র চাবি...

Kunal Gosh: ভোটের মুখে ৩ TMC নেতাকে NIA তলব, ‘এলাকা ফাঁকা করাতে চায় বিজেপি’ তোপ কুণালের

আগামী মাস থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ফলে এই মুহূর্তে ভোটের পারদ ক্রমেই চড়ছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ঠিক সেই মুহূর্তে মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। বৃহস্পতিবার তাদের নিউটাউনের এনবিসিসি স্কোয়ারে এনআই-এর দফতরে ডেকে পাঠানো হয়েছে। আর এই নিয়ে শুরু...

June Malia: নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার, বিধিভঙ্গের অভিযোগে জুনের বিরুদ্ধে কমিশনে BJP

এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে। অভিযোগ, তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করেছেন। বিরোধীদের অভিযোগ, এভাবে নির্বাচনী প্রচারের কাজের জন্য এভাবে শিশুদের ব্যবহার বা সরকারি প্রকল্পের বিজ্ঞাপনকে...

Krishnanagar to Amghata Rail Line: CRS অনুমোদন পেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন! কবে ট্রেন ছুটবে? আর কতদূরে নবদ্বীপ?

‘পরীক্ষা’-র পরদিনই ‘রেজাল্ট’ পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। আর তাতে ভালোভাবে ‘পাশ’-ও করে গেল। অর্থাৎ পরিদর্শনের পরদিনই কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। যে লাইনের মাধ্যমে ভবিষ্যতে কৃষ্ণনগর এবং নবদ্বীপধামকে জুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। তবে আমঘাটা থেকে নবদ্বীপঘাট পর্যন্ত অংশের...

Mahua Moitra: প্রচারের ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না মহুয়া মৈত্র

ইডির তলবে দিল্লি যাচ্ছেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, প্রচারে ব্যস্ত থাকার জন্যই এই সিদ্ধান্ত। কালীগঞ্জে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। সে কারণে তিনি যাচ্ছেন না।বৃহস্পতিবার এক টিভি চ্যানেলের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, 'এখন ৯টা ৪০ বাজে। আমি কৃষ্ণনগরের বাড়ি...

CISF Jawan dead in Kolkata Airport: সকাল সকাল গুলির আওয়াজে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর, মৃত্যু CISF জওয়ানের

বৃহস্পতিবার সকালে রক্তাক্ত কাণ্ড কলকাতা বিমানবন্দর চত্বরে। সকাল সকাল বিমানে চেপে গন্তব্যে পৌঁছানোর জন্যে শ'য়ে শ'য়ে যাত্রী বিমাবন্দরের বিভিন্ন গেট দিয়ে ঢুকছেন তখন। এমনই সময় কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের আশপাশটা কেঁপে ওঠে গুলির আওয়াজে। সকাল সকাল এহেন আওয়াজে স্বভাবতেই সবাই খুবই আতঙ্কিত হয়ে...

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র মার্কিন কূটনীতিককে তলব করে। সেই ঘটনার রেশ ধরেই “ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া”র কথা তুলে ধরল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার-সহ এই পদক্ষেপগুলিতে নিরবচ্ছিন্ন ভাবে...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

কেন্দ্র যতই বেকারত্ব কমে যাওয়ার দাবি করুক, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলমেন্টের যৌথ রিপোর্টে দাবি করে হয়েছে দেশে, শিক্ষিত বেকার যুবক-যবতীর সংখ্যা ক্রমশ বেড়ে চলছে।  এই শতাব্দীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত...

Primary TET Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি - সিবিআইয়ের তৎপরতার মধ্যেই জামিন পেয়ে গেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতার PLMA আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার পর জামিন পেলেন তিনি। ইডি মামলায় জামিন পেলেও এখনই...

Sayantika Banerjee: বরানগরে সজলের বিরুদ্ধে অভিমানী সায়ন্তিকাকে প্রার্থী করতে পারে তৃণমূল

বাঁকুড়ার লালমাটি কুপিয়েছিলেন প্রায় ৩ বছর ধরে। তার পরও লোকসভা ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গন্ধেশ্বরীর পাড়ে তাঁর দেওয়া শ্রমে সম্ভবত ফসল ফলতে চলেছে গঙ্গার পাড়ে। উপ নির্বাচনে তাঁকে বরানগর কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। এমনই খবর...