বাসর

0
বাসর

বাসর
————

সঞ্চিত মৌ ছেড়ে
মধুকর সব ছুটে চলে –
কোনো এক রাণীর পেছনে অন্ধ আবেগে।
চাঁদের সভায় অনেকটা রাত –
গোল হয়ে শুধু বসে থাকা।

মোসাহেবী পেট,
দ্বিগুন আগুন,জ্বলে খাক হয়ে যায়।
সমুদ্র ফেনা বার বার আছড়ে পড়ে
সমুদ্র সৈকতে।

নিরুপায় চাঁদ সব ছেড়ে বেড়িয়ে আসে –
একটু একটু করে এলিয়ে দেয়
ক্লান্ত শরীর।

রাণী তো বিপথগামী,
সেবকেরা অগ্নিকুন্ড জ্বেলে
করে আত্মহনন।

সাপের ছোবল খাওয়া নীল হওয়া মন
মেঘের শয্যায় করে বাসর রচনা ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here