
বিচারপতি মুকুল মুদগলের মুকুটে যুক্ত হল নয়া পালক। এবছর দ্রোণাচার্য ও ধ্যানচাঁদ পুরস্কার প্রাপক নির্বাচন কমিটির প্রধান হলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি৷ ১১ সদস্যের নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মুদগল৷নির্বাচন কমিটিতে রয়েছেন কমনওয়েলথে সোনাজয়ী এয়ার পিস্তল শুটার সমরেশ জং, ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনপ্পা, প্রাক্তন জাতীয় বক্সিং কোচ জিএস সান্ধু, হকি কোচ একে বানসল, তিরন্দাজি কোচ সঞ্জীবা সিং এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ওঙ্কর খেদিয়া এবং যুগ্ম সচিব (স্পোর্টস) ইন্দর ধামিজা৷ কমিটিতে রয়েছেন দুজন ক্রীড়া সাংবাদিক এবং টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম সিইও কম্যান্ডার রাজেশ রাজাগোপালন৷