Home ব্লগবাজি বিদায় : বৈশাখী চ্যাটার্জি

বিদায় : বৈশাখী চ্যাটার্জি

0
বিদায়   :      বৈশাখী চ্যাটার্জি
বিদায়

তবে চলি আজ...
একদিন দেখা হবে অন্তিমলগ্নে ,
হয়ত তখন শান্তিময় চিরনিদ্রায়
সবকথা রয়ে যাবে বাকি....
তাই আজ বলে যেতে চাই......
কেন এত ফাঁকি ?
সেদিনও তো এসেছিলে
হাতে ছিলো ঝরা বকুলের ফুল
কিছুটা গন্ধ তার সাজিয়েছ উপহার করে
বাকিটুকু নিয়ে গেলে
ভালবাসা রয়ে গেলো বাকি.....,
কত রাত ভেবেছি তোমায়
ওই ঝরা ফুল গুলো যে গন্ধ দিয়ে গেলো
সেই গন্ধে অপেক্ষার প্রহর গুনেছে ভোর,
তাই বুঝি ভুল করে আজ ফাগুনের শেষে
চৈতি হাওয়ার বেসে তুমি এলে ?
আজ ঝরা ফুল নেই হাতে....
সাজিয়েছ ভালবাসা ফুলের মালাতে
জানি শুধু ভুল....
ভুল পথে এলে তুমি আজ ,
ভালবাসা সেও কি গো ভুল ছিলো ?
শুকনো ফুলের মত ঝড়ে গেলো তাই  ---
শুধু আসা যাওয়া একটি মনের মাঝে ,
প্রেম কত নিদারুণ তুমি....,
মন কত অসহায়..
আবেগের স্রোতে ভাসে
ঝরা বকুলের গন্ধ আজও তাই ,
এ জীবনে আর নয় চলি তবে
যতটুকু দিলে..শুধু সেইটুকু নিয়েছি আমি ,
না সে কোন প্রাপ্তি নয় --
শুধু হারানোর কথা ,
তবু নিয়ে যাই পড়ে থাক
 কিছুটা কান্না আজ চৈতির শেষে...,
সেই অন্তিমলগ্নে এসে কোন ফাগুন হাওয়া
যদি ছুঁয়ে যায় তোমায়...
সেই কান্নায় ভিজে
আমার বুকের পাঁজর খানি আমি দিয়ে যাব....,
ধোঁয়ার আগুণে মিশে দেখা হবে সেই শেষে..।।
                                      বৈশাখী চ্যাটার্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here