
ওয়ালমার্ট-ফ্লিপকার্টৈর চুক্তি,খুচরো ব্যবসায় এফডিআইয়ের বিরোধিতায় কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) আগামী ২৮শে সেপ্টেম্বর ‘ভারত ব্যবসা বনধের’ ডাক দিয়েছে। ই-কমার্সে কোনও সরাসরি বিদেশি বিনিয়োগের বিরোধীতা করবে তারা। ওয়ালমার্টের ফ্লিপকার্ট অধিগ্রহণের প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে রথযাত্রার আয়োজন করা হয়েছে, ওই রথ দেশের ২৮টি রাজ্যে পৌঁছবে।
Facebook Comments