ভারতীয় রেল এর সাথে মামলা জিতে যাত্রীসহ গোটা একটা ট্রেনই পেলেন কৃষক !

ভারতীয় রেল এর সাথে মামলা জিতে যাত্রীসহ গোটা একটা ট্রেনই পেলেন কৃষক !

ওয়েব ডেস্কঃ তার জমি দখল করা নিয়ে পাঞ্জাব এর কৃষক সম্পুরন সিংহ রেল এর বিপক্ষে মামলা লড়ছিলেন ন্যায্য ক্ষতিপূরণ এর দাবিতে, সেই মামলা জিতেও যান তিনি। বিচারপতি যশপাল ভার্মা র রায়-এ ২০১৫ থেকে চলে আসা মামলা এ রেল কে সম্পুরন সিংহ কে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়ে আদালত। তারপরেও রেল এর তরফে চলে গড়িমসি ।

অবশেষে ১০মিলিয়ন টাকা মুল্যের একটা গোটা ট্রেন ই সম্পুরন কে দখল করে নিতে নির্দেশ দেয়ে আদালত। তার সাথে ওই এক্সপ্রেস ট্রেন টির গন্তব্য লুধিয়ানা স্টেশন ও স্টেশনমাস্টার এর অফিস এর ও দখল পান।

ট্রেনটি লুধিয়ানা পৌছনোর আগেই কোর্ট এর নির্দেশ এর কাগজ নিয়ে পউছে যান সম্পুরন, ড্রাইভার এর হাতে তুলে দেন সেই নোটিশ। শেষ অব্ধি হাজার কয়েক যাত্রীর অসুবিধার কথা ভেবে ট্রেন টিকে তার নির্দিষ্ট গন্তব্যে যেতে দেন তিনি।

অন্যদিকে, আদালত এর এই নির্দেশ এর বিরুদ্ধে স্থগিতাদেশ আনতে পেরেছে রেল। পরবর্তী শুনানির আগেই সমপুরন সিংহ কে তার ন্যায্য ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে  রেল কর্তৃপক্ষকে নাহলে এই গোটা ট্রেন টিকেই নিলাম করে দিতে পারবেন ওই কৃষক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here