Home পাঁচমিশালি ভারত বিখ্যাত নবনির্মিত ‘ক্যাপসুল হোটেল’টি কেমন! আসুন জেনে নি

ভারত বিখ্যাত নবনির্মিত ‘ক্যাপসুল হোটেল’টি কেমন! আসুন জেনে নি

ভারত বিখ্যাত নবনির্মিত ‘ক্যাপসুল হোটেল’টি কেমন! আসুন জেনে নি

ওয়েবডেস্কঃ  হোটেল মানেই বিশাল এক ইমারত নয়। হোটেল রুম মানেই লাক্সারি সুইট নয়। ছোট্ট একফালি জায়গা। তাই দিয়েও হয়ে যেতে পারে একটি ঘর। জাপানে এমন ‘‌ক্যাপসুল হোটেল’‌ বেশ জনপ্রিয়। এবার এমন ক্যাপসুল হোটেল রয়েছে খোদ ভারতেই। গত মাসে সূচনা হয়ে গেল মুম্বইয়ে ক্যাপসুল হোটেলের।

https://youtu.be/gHhn9fRfs9w
কী কী আছে এই হোটেলে?‌ সাধারণভাবে হোটেলে যা যা থাকে, তার অনেককিছুই আছে।এয়ার কন্ডিশান, বিছানা, টিভি,ওয়াই-ফাই কানেকশন। লাগেজ রাখার আলাদা জায়গাও থাকছে। লম্বায় মোটামুটি ২মিটার, চওড়ায় ১.‌২৫ মিটার। বিছানায় হাত পা ছড়িয়ে অনায়াসে বসতে পারেন, কাজকর্ম সারতে পারেন, ঘুমিয়ে নিতে পারেন। চাইলে টিভিও দেখতে পারেন। ১৯৭৯ তে জাপানের ওসাকাতে প্রথম চালু হয় এই জাতীয় স্লিপিং ক্যাপসুল। পরে অস্ট্রেলিয়া, চীন বা বেলজিয়ামেও দেখা গিয়েছে। ক্রমশ জনপ্রিয়ও হয়েছে। এবার ভারতেও রয়েছে এই বিশেষ ধরণের হোটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here