
ওয়েব ডেস্কঃ ভিন গোত্রের ছেলের সঙ্গে প্রেম। সেই প্রেম ঘোচাতে মাথা মুড়িয়ে প্রেমিককে বেধড়ক মারধর করলেন মেয়ের বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা। ফুলের মালা নয়, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে। আক্রান্ত যুবক কেশব মুখোপাধ্যায় মেজিয়ার পায়লাশোল গ্রামের বাসিন্দা। সরাগডিহি গ্রামের এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কেশবের। তা মানতে চায়নি মেয়ের বাবা। কেশবের সঙ্গে মেলামেশা আটকাতে ওই যুবতীর পড়াশোনা পর্যন্ত বাড়ির লোকেরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। অবশেষে এই ঘটনা। আক্রান্ত যুবককে উদ্ধার করে পুলিশ। বলাবাহুল্য মধ্যযুগীয় বর্বরতা বাঁকুড়া মেজিয়া।
Facebook Comments