Home ব্লগবাজি মাটি : সুচেতনা সেন

মাটি : সুচেতনা সেন

মাটি             :            সুচেতনা সেন
মাটি


আস্তে আস্তে যখন সব বন্ধন আলগা হয়ে যায়
তখন শুধু হাড় পড়ে রয় ;
সে বন্ধনও ধীরে ধীরে আলগা হয়ে যায়
মাটি হয়ে পড়ে রয় অনেক ইতিহাসের পিছনে
নিরো তখন বেহালা বাজায় -নির্জনে
তোর পায়ের পরশ সে মাটি পেলে -

তারপর সে মাটি
এক দ্বীপ জনহীন প্রান্তর ;
এখন পশ্চিমে যখন মেঘ ওঠে
আমি ঝরে পড়ি তোর জানালায় ।
                     সুচেতনা সেন:30/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here