Home ব্লগবাজি মানুষও এককোশী ~ সোমাদ্রি সাহা

মানুষও এককোশী ~ সোমাদ্রি সাহা

মানুষও এককোশী   ~   সোমাদ্রি সাহা
মানুষও এককোশী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি ধৃতরাষ্ট্র। মৃত দুর্যোধনেরও কাম্য নয়।
মরা মুখ, আহত মুখ বাবা দেখতে চায় না।
সঞ্জয় নয় সোম হেসে বলল – ‘তুই তো অন্ধ।’
উত্তর নেই চুপ।

বাবা তার সন্তানকে মন দিয়ে দেখে, সর্বদা।
আমার সন্তান শ্রেষ্ঠ। আমার সন্তান।

সোম বলল – ‘তোর না ব্যাসদেবের...ইনকিউবিশন!!’

না, আমার। আমার সন্তানের জন্য সবটুকু দিয়েছে গান্ধারী।
নিজের চোখ খুলে অমরত্ব দিয়েছে দুর্যোধনকে। ও জিতবেই।

সোম বলল - ‘এক দেশ এক কর’
এটাই মহাভারত। তোর মহাকাব্যের ট্রাজেডিতে মৃত্যু আছে।
সাম্যের প্রয়োগ নেই। জয় হিন্দ।

মুখোমুখি পিতা পুত্রের মুখ কাম্য নয় আইসিসিইউ-তে।
দুর্যোধন নিজের দোষে দোষী।
আসলে মানুষও আজ এককোশী।

 সোমাদ্রি সাহা~01/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here