
ওয়েবডেস্কঃ মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে শামিয়ানা ভেঙে আহত হলেন কমপক্ষে ৪৫ জন। গুরুতর আহত ৭। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিকিত্সায় যাবতীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
We pray for the speedy recovery of all those injured at the Midnapore rally(a portion of tent had collapsed during PM’s rally) today. The government is giving all help for medical treatment: West Bengal CM Mamata Banerjee (file pic) pic.twitter.com/k6h6s22JzZ
— ANI (@ANI) 16 July 2018
সোমবার মোদী বক্তৃতা দিতে শুরু করতেই বাঁশের উপর উঠে পড়েন বেশ কয়েকজন৷ সেই ভার সামলাতে না পেরে গোটা কাঠামোটাই ভেঙে পড়ে৷ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্সে করেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হন স্বয়ং মোদী। সেখানে আহতের মাথায় হাত বুলিয়ে দিতেও দেখা যায় তাঁকে। আর ঠিক এমন সময়েই মমতার টুইট বার্তা প্রকাশ্যে আসে।
মোদীর জনসভার সমালোচনা করছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মুখপাত্র ডেরেক ও ব্রায়েন৷ সোমবার মেদিনীপুর কলেজ মোড়ে মোদীর সভার মূল লক্ষ্য কৃষকরা হলেও, ঘুরে ফিরে বারবার মমতার তৃণমূলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই তীর্যক ভঙ্গিতে প্রধানমন্ত্রী বলেন, “হেলিকপ্টার থেকে নেমে সভামঞ্চে আসার পথে দেখলাম, আমাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলছে। আমি এরজন্য কৃতজ্ঞ”।