Home ব্লগবাজি লজ্জা : বৈশাখী চ্যাটার্জী

লজ্জা : বৈশাখী চ্যাটার্জী

লজ্জা         :    বৈশাখী চ্যাটার্জী
লজ্জা :-
আগুন থেকে জন্মানো অগ্নিশিখা
কৃষ্ণবর্ণা তুমি দ্রৌপদী -
গোটা জীবন তোমার আগুনের স্ফুলিঙ্গ হয়ে
জ্বলেছিলো ,
পঞ্চস্বামী পরিবেষ্ঠিতা ছিলে তুমি
বার বার তোমার শরীর আলিঙ্গন করেছে তারা -
কিন্তু পাঞ্চালি চিরকাঙ্খিত অর্জুন
যেদিন প্রথম স্পর্শ করল তোমায়...
তোমার মনের অতল গভীরে ঘৃণা না ভালবাসা
কি ছিল সেই মুহুর্ত ??
আগুনে পুড়েছিলে তুমি- কৃষ্ণ বর্ণাছিলে নারী
তবু তোমার রূপে আগুন ছিল ভারী -
তাই তো সেদিন সে রাজসভায় -
তোমার শরীর হয়েছিল পণ্য ,
আর রাজসভায় বিরাজ করছিল তোমার শ্বশুরকুল......,
একান্ত নিজের কিছু মানুষ -যারা উদগ্রীব ছিল তোমার নগ্ন শরীর দেখার জন্য !
আর তোমার স্বামীরা.............?,
লজ্জা ঢাকল কৃষ্ণ -সখা সে তোমার -
তোমার অপমানিত ইতিহাস থেকে
কুরুক্ষেত্রের রণভূমি তৈরী হয়েছিল -
হয়েছিল মৃত্যূর রক্তাক্ত খেলা
কিন্তু দ্রৌপদী তোমার ইতিহাস থেকে তুমি কি
উদ্ধার করতে পেরেছিলে নারীর লজ্জা !
তোমার অপমানিত ইতিহাসের কাহিনী কি বোঝাতে পেরেছিল ----
একটি নারীর লজ্জা গেলে আবিশ্বভারত
বস্ত্রহীন -নগ্ন হয়ে যায় -......॥
          

                 বৈশাখী চ্যাটার্জী:29/04/2017

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here