Home ব্লগবাজি শরশয্যা – সুচেতনা সেন

শরশয্যা – সুচেতনা সেন

শরশয্যা         –    সুচেতনা সেন
 শরশয্যা


বলিলাম ।
আমার শরশয্যা ও ইচ্ছামৃত্যু দুই চাই ।
কোনো এক নির্জন দ্বীপে ।
সেইখানে অনেক কাকলী ।
সুগন্ধী রঙবাহারী নানান ফুল ।
অনেক ফলের গাছ ।
গায়ে গা ঠেকিয়ে বসে থাকবে কত পশু ।
আকাশে রঙধনুর গা বেয়ে
ছোট ছোট বৃষ্টি ফুল ঝরবে ।
রাতের আকাশের সব তারা । তাদের কাজের
ছুটি করে একে একে নেমে আসবে ।
সেই দ্বীপে সারা বাগান জুড়ে  উড়ে বেড়াবে
প্রজাপতির মতো ; যত জোনাকিদের সাথে নিয়ে -
কাস্তের মতো বাঁকা চাঁদ ।একফালি ।অভিমানী ।

একে একে তীর এসে লাগে ।হাতে ।হাতের চেটোয় ।
দুই পায়ে প্রয়োজন মতো ।
পেটে ,বুকের দুপাশে ,গলায়,দুই চোখে ,কপালে ।
রক্তাক্ত এ শরীরে ভেঙে গেছে সব বন্ধন ;
প্রভু শেষ তীর বিদ্ধ করো এ হদয়ে
পার করে দাও এপার ওপার
দূরে অভিমানী চাঁদ ক্ষয়িষ্ণু হয়ে ক্ষীণ অমাবশ্যায়
ডুবে যায় ।
তুমি জানতে চাইছ কেন আমি এ ।

এতেই আমার সবচেয়ে স্বস্তি ।সবচেয়ে আরাম ।
আমার কবিতারা কিছু পারেনি ।
মিছিমিছি কারো পায়ে করেছিনু নিবেদন ।
জোর করে কবিতা শোনান ।বড় অপমান ।
কবি ও কবিতার ।
তাই স্থির হতে চাই মাটির সাথে -
হাতে ।পায়ে ।কন্ঠে ।হৃদয়ে ।কপালে ।রুদ্ধ হয়ে ।
বুদ্ধের মতো ধ্যানে নীরব থাকতে চাই ।

প্রভু শেষ তীর বিদ্ধ করো -এ হদয়ে ।
শরশয্যায় থেকে এ হৃদয় একটু শান্তি পাক ।
এক যুগ ক্লান্তি ভুলে ।

ততক্ষণে অনেক ফুল ঝরে পড়ুক ।এ শরীরে ।
সাদা সব । ভোরের হিম শীতল করুক এ শরীর ।
তারপর একদিন মৃত্যু এসে ভিক্ষা করে  চেয়ে নিয়ে যাবে
আমার এ শরীর ।

মন চাইছে এইভাবে
আরো কিছুক্ষণ থাকি আরামে ।

                .......সুচেতনা সেনঃ০১/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here