Home আপডেট ‘‌শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নিচ্ছে না, তাই দুর্নীতি’‌, বিস্ফোরক সৌগত রায়

‘‌শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নিচ্ছে না, তাই দুর্নীতি’‌, বিস্ফোরক সৌগত রায়

‘‌শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নিচ্ছে না, তাই দুর্নীতি’‌, বিস্ফোরক সৌগত রায়

[ad_1]

এবার শিক্ষা দুর্নীতি নিয়ে নতুন তথ্য দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আর তা নিয়ে তৈরি হল নতুন করে বিতর্ক। তবে এই দুর্নীতির অনেকটাই শিক্ষক কুলের উপর চাপিয়ে দিয়েছেন তিনি। শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতির ইস্যুতে সরগরম রাজ্য–রাজনীতি। সেখানে শিক্ষকদের উপর দুর্নীতির দায় চাপিয়ে দেওয়ায় জোর বিতর্ক দেখা দিয়েছে। তার মাঝে শিক্ষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সৌগত রায়। এই দুর্নীতির জন্য ঘুরিয়ে ‘বেআইনিভাবে’‌ নিযুক্ত শিক্ষকদের দায়ী করলেন তৃণমূল কংগ্রেস প্রবীণ সাংসদ।

এই শিক্ষকদের চাকরি নিয়ে সৌগত রায়ের দাবি, এই পেশায় একবার ঢুকে পড়তে পারলে কম কাজ, বেশি মাইনে। তাই টাকা দিয়ে শিক্ষকতা করতে ঢুকেছেন অনেকেই। এই মন্তব্যই এখন শোরগোল ফেলে দিয়েছে। কারণ এই কাজের সঙ্গে যুক্তদের তিনি কার্যত নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। তাই তাঁর কথায়, ‘‌শিক্ষাকে কেউ আর মিশন হিসাবে নিচ্ছে না। পেশা হিসাবে নিচ্ছে। কোনও চাকরি পাচ্ছি না তাই শিক্ষকতা করব। যে কোনও মূল্যে চাকরি পেতে হবে। তাই প্রাথমিক চাকরি পাওয়ার জন্য এত দুর্নীতি হচ্ছে। টাকা দিয়ে একবার ঢুকতে পারলে সারাজীবনের জন্য মাইনে বেশি কম কাজ। তাই দুর্নীতি হয়। কিন্তু দুর্নীতি কোনও অংশেই সমর্থনযোগ্য নয়। তাই যা ব্যবস্থা হচ্ছে, আইনত হোক।’‌

এখন শিক্ষায় দুর্নীতির দায়ে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই শ্রীঘরে রয়েছেন। ইডি–সিবিআই এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে শিক্ষা দুর্নীতি নিয়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেছেন। এখন এমন পরিস্থিতি যে শিক্ষা দফতরকে সরিয়ে নিজে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। আর তা নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত চরমে উঠেছে। মাঝরাতে দুটি খাম বন্ধ করা চিঠি ছেড়েছেন রাজ্যপাল। একটি কেন্দ্রীয় সরকারকে অন্যটি রাজ্য সরকারকে। আর তা নিয়ে কেউ মুখ খোলেননি। তার মধ্যেই সৌগত রায়ের এমন মন্তব্য বিস্তর জলঘোলা করল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‌ গাড়ি চালানো শিখতে গিয়ে যুবক পিষে দিল বালককে, ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে

ঠিক কী বলছেন সৌগত?‌ এই দুর্নীতির বিষয়ে তিনি আগেও নানা মন্তব্য করেছেন। এবার একধাপ এগিয়ে করলেন। সৌগত রায় এদিন বলেন, ‘‌কমিউনিস্টদের জিজ্ঞাসা করেছিলাম দাদা আপনারা বাস জ্বালান কেন? বলল, শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভাল হবে না। আজকে প্রশ্নটা হল, শিক্ষকদের মাইনে তো বেড়েছে। ছেঁড়া জামা থেকে এখন টেরিলিনের শার্ট হয়েছে। শিক্ষা কি ততটা ভাল হয়েছে? এই প্রশ্নটা আমাদের নিজেদের করতে হবে। কতটা সময় শিক্ষকরা দিচ্ছে?’‌ শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন বিস্তর গোলমাল চলছে তখন সৌগত রায়ের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here