
ভারতীয় সংবিধানে ৩৭৭ নং ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ। সংবিধানের সেই ধারাকে পরিবর্তন করার জন্যই আদালতে পুনর্বিবেচনা করার আর্জি জাননো হয়েছিল। সেই মামলারই রায় দান আজ।
সেই প্রেক্ষিতেই মুখ খুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ তাঁর মতে সমকামীরা অসুস্থ৷ এটা কোনও সুস্থতার লক্ষণ নয়। এটা হিন্দু ধর্মেরও বিরোধী। এর চিকিৎসা করা জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবারই সমকামিতার বৈধতা নিয়ে পুণর্বিবেচনা করবে শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্য।
বিজেপি সাংসদের আরও দাবি কোনও সমকামী ব্যক্তি তাঁর ব্যক্তিগত সময়ে কী কাজ করেছেন সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু প্রকাশ্যে তিনি কোনও সমকামী আচরণ করলে সেটা ভারতীয় আইনের ৩৭৭ ধারায় অপরাধ বলে বিবেচনা করা উচিত।
সুব্রহ্মণ্যম স্বামীর দাবি সমকামিতা নিয়ে অযথা মাথা ঘামানো হচ্ছে। এটা একেবারেই অনৈতিক, অবৈধ একটি বিষয় যা সম্পূর্ণভাবে হিন্দু ধর্মের বিরোধী। শীর্ষ আদালতের উচিত সমাকামিতাকে নিষিদ্ধ ঘোষণা করা।
যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ