Home ব্লগবাজি সাহারার মরুভূমি : বৈশাখী চ্যাটার্জী

সাহারার মরুভূমি : বৈশাখী চ্যাটার্জী

সাহারার মরুভূমি  : বৈশাখী চ্যাটার্জী
সাহারার মরুভূমি :---

আমি একলা দাঁড়িয়ে বিরাট ভীষণ
 সাহারার মরুভূমি---
বহুযুগ থেকে বালিয়াড়ি হয়ে...
দুর্গম সীমাহীন রহস্য নিয়ে ,

কোনো এক কালে সবুজ বনানী ছিলো ,
কতো নদী বয়ে গেছে বৃষ্টির কতো জল ,
কতো পাখি গেয়ে যেতো গান --
মানুষ কেটেছে সবুজের বন ,
প্রকৃতি পেতেছে বালির চাদর !
বড় অভিমানে চিরবসন্ত বিদায় দিয়েছি আমি..
কখনও উষ্ণ আবার শীতলও  ,
তবু ভালবাসা ভরা বৃষ্টির সুখ দেয়নি কোনো আকাশ ,
আজ ভীষণ শুকনো তৃষাতুর আমি বালি ।

হঠাত্ তুষার ঝড় আলজিরিয়ার বুকে ,
ভালবাসা যেনো তুষারবৃষ্টি হয়ে --
শুভ্র সাদায় আমাকে ঢেকেছে আজ ,
ভালবাসা আজ চুম্বন হলো ,
ভালবাসা আজ শরীরী মিলন ,
ভালবাসা আজ শুকনো মাটিতে এক বুক জমা জল ---
আজ তৃপ্ত সাহারা মরুভূমি এক -তৃপ্ত বালির প্রান্তর ॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here