
মাঝেরহাট ব্রীজ ভেঙে নিহত সৌমেন বাগের পরিবারের হাতে ৪৮ ঘন্টার মধ্যে প্রাপ্ত বিমার টাকার চেক তুলে দিল বিমা সংস্থা এলআইসি। বিমার ৪,০৮, ৬০০ টাকার চেক তুলে দেওয়া হল সৌমেন বাগের পরিবারের হাতে। বিমার টাকা বেহালায় সৌমেনের বাড়িতে পৌঁছে এলআইসি আধিকারিকেরা। বিমার নমিনি ছিলেন অনিতা বাগ। অনিতা দেবীর বাড়িতে গিয়ে তাঁর হাতে চেক তুলে দেন LIC আধিকারিকেরা।
Facebook Comments