
এশিয়ান গেমসে হেপ্টাথেলনে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস গড়া স্বপ্না বর্মনকে নিয়ে এবার বায়োপিক তৈরির কথা ভাবছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি , মিলখা সিং, সকলের জীবনের নানা অজানা কাহিনি ফুটে উঠেছে রুপোলি পর্দায়। প্রতিকূলতাকে জয় করে সাফল্য,আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। মেরি কম থেকে ববিতা ফোগাটের কাহিনী দর্শকদের মনকে আন্দোলিত করে বক্সঅফিসে সুপারহিট। এবার স্বপ্নার বায়োপিক নিয়েও সেই আশাতেই বুক বাঁধছে আপামর ভারতবাসী।
Facebook Comments