১৯,৫০০ কিমি পাড়ি দিয়ে Science Express পৌঁছল আগরতলায়, বিপুল উৎসাহী ছাত্রছাত্রীরা

১৯,৫০০ কিমি পাড়ি দিয়ে Science Express পৌঁছল আগরতলায়,  বিপুল উৎসাহী ছাত্রছাত্রীরা

ওয়েব ডেস্কঃ ১৪ই এপ্রিল-  পবিবেশ বিপর্যয়, বিজ্ঞান এর চেতনা এবং দিনদিন বাড়তে থাকা বিশ্ব উষ্ণায়নের কুফল সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্য নিয়ে দিল্লির সফদরগঞ্জ ষ্টেশন থেকে ১৭ই ফেব্রুয়ারি রওনা হয়ে, দেশের বিভিন্ন ষ্টেশন ও  সুদীর্ঘ ১৯,৫০০ কিমি পথ পরিক্রম করে বৃহস্পতিবার অন্তিম লক্ষ্য আগরতলা ষ্টেশনে ঢুকল “Science Express” । ১৬ কোচ এর এই ট্রেনটিতে ১১টি টি কোচ এই বিজ্ঞান ও পরিবেশ সম্পর্কিত নানান প্রদর্শনীর ব্যাবস্থা।

মূলত ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত এই ট্রেন আগরতলা ষ্টেশনে ঢুকতেই চোখে পড়ার মতো উদ্দীপনা দেখতে পাওয়া যায় স্থানীয় কিশোরকিশোরী এবং পড়ুয়াদের মধ্যে। স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রীমতী বিজিতা নাথ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here