
বড়সড় পরিবর্তন আসবে ২০১৯ সালে৷ প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনই দাবি পরিবহণমন্ত্রী তথা তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর৷ রঘুনাথগঞ্জের সম্মতিনগরে এক জনসভায় এ কথা জানান তিনি৷ তিনি বলেন, সামনের লোকসভা নির্বাচনে বিরোধীশূন্য হবে মুর্শিদাবাদ জেলা। এই জেলায় থাকা তিনটি লোকসভা আসনেই জিতবে তৃণমূল। শুধু মুর্শিদাবাদেই নয়, গোটা রাজ্য বিরোধীশূন্য হবে। রাজ্যে ৪২টি আসনেই জিতবে তৃণমূল। এদিন বহরমপুর সার্কিট হাউসে শুভেন্দু বলেন, ‘৪ বছর আগে মুর্শিদাবাদ জেলা পরিষদ ছিল কংগ্রেসের। গত দেড় বছর আমাদের। বিগত ৪ বছরে কোনও উন্নয়ন হয়নি। দেড় বছরে ব্যাপক কাজ হয়েছে। উলগানাথন জেলাশাসক হয়ে আসার পর কাজের জোয়ার হু–হু করে বাড়ছে। কন্যাশ্রীতে দ্বিতীয়। বাংলা আবাস যোজনায় এগিয়ে। আরও কাজ হবে।’
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি সুব্রত সাহা, বিধায়ক মহুয়া মৈত্র, মহম্মদ আকরুজ্জামান, আমিরুল ইসলাম, আবু তাহের প্রমুখ। শুভেন্দু এদিন বলেন, ‘বাঙালির স্বপ্ন পূরণ হবে ২০১৯–এ। একজন বাঙালি রাষ্ট্রপতি হয়েছেন। এবার উনিশে হবেন একজন বাঙালি প্রধানমন্ত্রী। মুর্শিদাবাদ জেলায় সিপিএম হারিয়ে গেছে। কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। আর কংগ্রেসের যিনি কাণ্ডারী আছেন অর্থাৎ অধীরবাবু, তিনি বিজেপি–র দিকে পা বাড়িয়ে আছেন। বাংলার মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করছেন। সরকারের দেওয়া পরিষেবা প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু সেই উন্নয়ন তিনি দেখতে পান না।