Home ব্লগবাজি অথচ মানুষ ~ সুশীল রায়

অথচ মানুষ ~ সুশীল রায়

অথচ মানুষ   ~   সুশীল রায়
অথচ মানুষ
*********************

চলে যেতে হয়, সকলেরই চলে যেতে হয়;
- কীট, পশু, নর, নরোত্তমেরও যেতে হয়।
 কীট-পশুদের বুদ্ধি-বিচার খুবই কম,
 তাই তারা বাঁচে কীট হয়ে, পশু হয়ে।
মানুষের পেটে জন্ম হয় না মানুষের;
মানুষ মরলে মৃত্যু ঘটে না মানুষের।
ধর্ম-কোকিল মানুষের পেটে পাড়ে ডিম।
মানুষ কখনো জন্ম দিচ্ছে পশুরও।
অথচ মানুষ মানুষ বানাতে অপারগ,
অথচ মানুষ সন্ত বানায় প্রায়শই...

সুশীল রায়~ ০৭/০৭/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here