Home খেলাধুলো অপমানিত লিয়েন্ডার নাম প্রত‍্যাহার করলেন এশিয়ান গেমস থেকে

অপমানিত লিয়েন্ডার নাম প্রত‍্যাহার করলেন এশিয়ান গেমস থেকে

অপমানিত লিয়েন্ডার নাম প্রত‍্যাহার করলেন এশিয়ান গেমস থেকে

চূড়ান্ত অপেশাদারিত্ব, চূড়ান্ত অপদার্থতা, অপরিসীম গা-ছাড়া মনোভাব হ‍্যাঁ অল ইন্ডিয়া টেনিস অ‍্যাসোসিয়েশানের (AITA) ব‍্যবহারে চরম অপমানিত হয়ে এশিয়ান গেমসের দল থেকে শেষ মুহূর্তে  নিজের নাম প্রত‍্যাহার করে নিলেন ১৮টি গ্র‍্যান্ড-স্ল‍্যামের মালিক ৪৫ বছর বয়সী লিয়েন্ডার পেজ। আবার ও কোন খেলার ‘পেরেন্ট বডির’ চূড়ান্ত বিমাতৃসুলভ ব‍্যবহারের সাক্ষী থাকল দেশবাসী। দেশের লন টেনিসের ইতিহাসে এক প্রবাদপ্রতিম খেলোয়াড়কে এইধরনের ‘ট্রিকমেন্ট’ করার অধিকার কে দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। এক প্রেস বিজ্ঞপ্তিতে লি জানান ‘দেশের হয়ে ডাবলসে সেরা জুটি রোহন এবং  দ্বিবিজ সরন।গেমসে ওরা দেশের হয়ে নিশ্চয়ই স্বর্নপদক নিয়ে আসবে। ওদের জন্য রইল শুভেচ্ছা। আমি অনেক আগে থেকে ও AITAকে অনুরোধ করা সত্ত্বেও ওরা আমাকে নাগালের সঙ্গে জুটি বেঁধে গেমসে নামতে বলে। রামকুমার রামানাথান সিঙ্গলসে আমাদের হয়ে স্বর্নপদক আনবে এটা বিশ্বাস
রাখি।তাই ডাবলসের জন‍্য মনোনিবেশ করে ওর মন: সংযোগের ব‍্যাঘাত ঘটুক চাইনি।পুরব রাজা,শ্রীরাম বালাজি,বিষ্নু বর্ধন,জীবন এরা প্রত্যেকেই সার্কিটে ভাল খেলছে। এদের যেকোন একজনকে নিয়ে স্পেশালিস্ট ডাবলস পেয়ার করতে অনীহা দেখান কর্তারা।তাই অত‍্যন্ত দু:খের সাথে জানাচ্ছি আমি এশিয়ান গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে বাধ‍্য হচ্ছি।”প্রসঙ্গত উল্লেখ্য মোট ৫টি সোনা এশিয়ান গেমসে জিতেছেন লি।