আইসিস আক্রান্ত ইরাকে আটকে পড়া ৩৩ জন ভারতীয় দেশে ফিরলেন

আইসিস আক্রান্ত ইরাকে আটকে পড়া ৩৩ জন ভারতীয় দেশে ফিরলেন

ওয়েব ডেস্কঃ ৪ঠা এপ্রিল- আইসিস অধ্যুষিত ইরাকের এরবিল শহরে আটকে থাকা ৩৩ জন ভারতীয়কে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের মধ্যে ৩২ জন তেলেঙ্গানার বাসিন্দা এবং ১ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রয়েছেন। এদিন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামেন তাঁরা। দুই রাজ্যের সরকার ও কেন্দ্রের মদতে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয় দের আভিযোগ এক  এজেন্ট কাজ দেবে বলে তাঁদের ইরাকে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনও কাজ না পাওয়ায় তারা সেখানে আটকে পড়েন। তাঁদের কাছে জানা গেছে আরও বেশ কিছু মানুষ ইরাকে এখন আটকে আছেন।

এর আগে যুদ্ধবিধ্বস্ত ইরাকের কিরকুক থেকে ১১ জন নার্সকে নিরাপদভাবে দেশে ফেরানো হয়েছিল। এছাড়া গত বছর আইএস জঙ্গিদের হাতে অপহৃত হয়েছিলেন ক্যাথলিক চার্চের ফাদার টম উহুন্নালিল। ভারত সরকার এখনও তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here