আগামিকাল থেকে রাজ্যের মানচিত্রে সংযোজিত হবে আরেকটি জেলা

আগামিকাল থেকে রাজ্যের মানচিত্রে সংযোজিত হবে আরেকটি জেলা

রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও একটি নতুন জেলা ঝাড়গ্রাম । বুধবার তার জন্মদিন উপলক্ষে  চলছে উৎসব এর  আয়োজন।  মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে ঝাড়গ্রামের।

এক নজরে নতুন জেলা — জেলার আয়তন-প্রায় ৩ হাজার ২৪  বর্গ কিলোমিটার।

২০১১ সালের গণনা অনুযায়ী জনসংখ্যা ১১লক্ষ ৩৭ হাজার ১৬৩জন।এরমধ্যে পুরুষ-৫লক্ষ ৭৫ হাজার ৮৫জন।মহিলা রয়েছেন-৫লক্ষ ৬২ হাজার ৭৮জন।

জেলাতে থাকছে একটি পুরসভা। বাকি সব এলাকা পঞ্চায়েতের অধীন।

ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৮টি ব্লক।পঞ্চায়েত সমিতি রয়েছে ৮টি। গ্রাম পঞ্চায়েত ৭৯টি

নতুন জেলায় রয়েছে ৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতাল রয়েছে ৭টি

ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-১টি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ২৫টি। উপস্বাস্থ্য কেন্দ্র-২১৯টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here