আদিত্যনাথ এর কাছে প্রশাসনের আমলাদের ও রেহাই নেই, দিতে হবে “ব্যাক্তিগত আয়-ব্যায়” এর হিসাব

আদিত্যনাথ এর কাছে প্রশাসনের আমলাদের ও রেহাই নেই, দিতে হবে “ব্যাক্তিগত আয়-ব্যায়” এর হিসাব

ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি দু্র্নীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন বলে বার্তা দেওয়া হয়েছিল । সেই দিকে এক ধাপ এগিয়ে মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও ১৫ দিনের মধ্যে আয় ও স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ।  গতকালই নতুন ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছিলেন “দুর্নীতির মূলোত্পাটন করাই দলের মূল এজেন্ডা”। নতুন মন্ত্রীদের সঙ্গে প্রারম্ভিক বৈঠকেই তিনি ১৫ দিনের ভিতরে তাঁদের আয় ও সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন।
এদিন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আদিত্যনাথ। সেখানে ৬৫ জন অফিসার ছিলেন। তাঁদের বিজেপির সংকল্প পত্রের একটি করে কপি দিয়ে তার রূপায়ণ সুনিশ্চিত করতে বলা হয়। উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, ওই পদস্থ অফিসারদের নিজ নিজ দপ্তরের ব্যাপারে রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here