Home ব্লগবাজি আমি ধর্ম : বৈশাখী চ্যাটার্জী

আমি ধর্ম : বৈশাখী চ্যাটার্জী

আমি ধর্ম     :     বৈশাখী চ্যাটার্জী
আমি ধর্ম

আমি ধর্ম....
এক ছায়া অনুগামী পথ ,
আমি যুগান্তরের শপথ ।
অনেক লড়াই ----
অনেক রক্তাক্ত খেলা ,
আমি ধর্ম --
আমি নামান্তরের মেলা ,
আমি ধর্ম -আমি সেটাই...
মানবতাবোধে-
আমি লোহার হাতুড়ি পেটাই ,
আমি ধর্ম আমি নিত্য ধ্যানের ধারা ,
আমি প্রকৃতির বুকে -প্রকৃতির হয়ে
প্রকৃতি বিহীন -সাড়া....,
আদি অন্তত যুগ প্রবাহিত....
আমি ধর্ম নামান্তর ,
বহমান স্রোতে একটি মন্ত্র -
মূল একান্তর ।।

                    বৈশাখী চ্যাটার্জী
                     25/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here