Home ব্লগবাজি আমি মাগী বটি : বৈশাখী চ্যাটার্জী

আমি মাগী বটি : বৈশাখী চ্যাটার্জী

আমি মাগী বটি    :     বৈশাখী চ্যাটার্জী
আমি মাগী বটি :--

আমি মাগী বটি...
তোরা সব ভদ্দরলোকেরা মাগীর আগে
আরও কত্ত কি জুড়ে দিস...
খাসা লাগে বটে শুনতে....
তোরা সব পড়ালিখা জানা মানুষ গুলা
সে সব কথা খুব দামি বটে বল বাবু ?
মোদের লিয়ে কত্ত সিনমা হলো
দেখতেও গেলুম..শুনলুম কত্ত
প্রেরাইজ পেলি তোরা.....
কিন্তু তোরা কেনে পেলি ?
উই সিনমাটা বানালি বুলে...
এই মাগী গুলানের জুন্য কি করলি বটে তুরা ?
কটা মাগীর ঘরে কটা মরদ ঢুকলো
সেই হিসাব লিয়ে কই কেও নুবেল দিল নাত ?
ওরে ভদ্দরলোক বাবু লিখা বড্ডো যায় বটে ,
কিন্তু জানিস মোদের সাঁঝবাতির পরে
রোজ খদ্দের আসে ঘরে ,
বাবু ওরা লক্ষী বটে মোদের তরে...,
গতরখান রোজ নতুন করে জ্বলে...
রোজ ঝড়ে ,রোজ পড়ে ,রোজ সাজে ।
ইর বুজি কুনো গিনিস রিকর্ড নাই ?
একবার হিসাব করে দিখিস লয় বাবু..
রোজ রাতে যে গতর বিলায় মাগী...
সে মাগীর মনেও কত্ত স্বপন ভাসে ,
পোড়া মনের ঘাসে...কত্ত ঘাস ফুল হয়,
রোজ রাতে কি নতুন মরদ -বুক সইতে চায় ?
নারে বাবু ওটা পেটের দায়......,
ভদ্দর ঘরের বেটি গুলান -
শরীর বিলায় শখের দালান....
স্বয়ামিতে তাদের মন ভরে না মোটে...,
আমরা তবু উমুক মাগী বটে.....।।

                                    বৈশাখী চ্যাটার্জী
                                      25/04/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here