এবার জেলাতেও জাল পেতেছে, প্লাস্টিক ডিম

এবার জেলাতেও জাল পেতেছে, প্লাস্টিক ডিম

ওয়েব ডেস্ক : ১লা এপ্রিল- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও মিলল নকল ডিমের খোঁজ। আজ সকালে ছেলেকে ব্রেকফাস্টে ডিমের পোচ করে দিতে গিয়ে তাজ্জব ক্যানিংয়ের গৃহবধূ অপরাজিতা দাস। ডিম ফাটাতেই ডিমের মধ্যে সাদা প্লাস্টিকের মতো জিনিস দেখতে পান তিনি। ডিম ভেজে দেখতে পান ভাজা ডিমের বেশ কিছুটা অংশ প্লাস্টিকের মতো। আগুনে পোড়াতেই প্লাস্টিক পোড়ার গন্ধ। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।

ডিমের নমুনা পাঠানো হচ্ছে ফরেনসিক ল্যাবে। অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিস। গতকাল অনিতা কুমার নামে এক মহিলার অভিযোগ এর ভিত্তিতে তিলজলায় যৌথ অভিযানে নামে পুলিস-পুরসভা।  তার বাড়ির এক শিশু সেই ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায়, টনক নড়ে সবার।

এদিকে প্লাস্টিক ডিমকাণ্ডে ধৃত ব্যবসায়ী শামিম আনসারিকে জেরায় উঠে এল একাধিক ডিমের হোলসেলার সংস্থার নাম। এর মধ্যে রয়েছে রামকৃষ্ণ সারদা ট্রেডার্স, SRD এন্টারপ্রাইজের মতো একাধিক ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান। পুলিস সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট তিনটি সংস্থার নাম জেরায় জানিয়েছেন শামিম। এর মধ্যে কোন সংস্থা থেকে শামিম নকল ডিম কেনেন, তা অবশ্য স্পষ্ট করে বলতে পারছেন না। তার বয়ানের ভিত্তিতেই ইতিমধ্যে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

পাশাপাশি আরও স্পষ্ট তথ্য পেতে এবার ডিমের হোলসেলার সুমিত দেবকে তলব করল পুলিস। নোটিস পাঠানো হয়েছে তাঁকে। আজ দুপুরেই হাজিরা দিতে বলা হয়েছে, রিপন স্ট্রিটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসে। ধৃত ডিম ব্যবসায়ী শামিম আনসারিকে জেরায় উঠে আসে সুমিত দেবের নাম।  খবরের প্রকাশ, সুমিত দেব সম্পর্কে সিপিআইএম নেতা রবিন দেব এর ভাইপো ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here