Home ব্লগবাজি কোনো না কোনো দিন ~ জ্যোতির্ময় রায়

কোনো না কোনো দিন ~ জ্যোতির্ময় রায়

কোনো না কোনো দিন  ~   জ্যোতির্ময় রায়
কোনো না কোনো দিন
***********************

কিছুটা ইথার ছড়িয়ে দাও ফের ......
কিছুটা ভেনিশিং কালারের  মুখসি আবেদন ।
তোমায় আরো ছুঁয়ে দিতে আমি টিএনটি বানাই
যৌনতা তখন পারদীয় প্যারামিটার ... উষ্ণতা ,উষ্ণ চুমুর
পার্থক্য মাপে এক্স এক্সিজে থাকা সচ্ছ মন ।
     পারলে  নীলচে খামে ধারাপাতের হিসাব মেখে
একবার নদীর ওপারের অজানা কাউকে বলে দেখো
 "কষ্ট পাও কেন অযথা হারানোর ভয়ে   ?"
               আমার শরীর বেয়ে তোমার প্রেমিকি নখের ক্ষত চিহ্ন ॥
মুখোশ সারতেই হয়তো কোনো না কোনো দিন
ঠিক তোমারও চোখে পড়বে চাঁদের কলঙ্ক... ॥



জ্যোতির্ময় রায়~16/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here